গৃহবধূকে উত্ত্যক্ত করায় যুবককে অর্থদণ্ড
নওগাঁর রাণীনগরে এক গৃহবধূকে উত্ত্যক্ত করার অপরাধে রজব আলী (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে দুই হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। রজব আলী উপজেলার মিরাট পশ্চিমপাড়া গ্রামের মৃত কমদ আলীর ছেলে। বুধবার বিকেলে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের নিয়াকত আলীর স্ত্রীকে রজব আলী বিভিন্ন সময় কুপ্রস্তাব দিতেন। ঘটনার দিন বিকেলে ওই গৃহবধূকে উত্ত্যক্ত করার সময় গৃহবধূর চিৎকার করলে প্রতিবেশীরা এসে রজব আলীকে আটক করে পুলিশকে খবর দেয়।
পরে থানা পুলিশ ঘটনাস্থল থেকে রজব আলীকে আটক করে সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। উপজেলা সহকারী (ভূমি) কমিশনার ও আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন তাকে দুই হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
আব্বাস আলী/বিএ