ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নাসিরনগরে তাণ্ডব : আরো চারজন গ্রেফতার

জেলা প্রতিনিধি | প্রকাশিত: ০৫:১১ এএম, ১১ নভেম্বর ২০১৬

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুপল্লীতে চালানো তাণ্ডবের ঘটনায় আরও চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত মধ্যরাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

নাসিরনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু জাফর গ্রেফতারের বিষটি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, তাণ্ডবের ঘটনায় দায়েরকৃত মামলায় ওই চারজনকে গ্রেফতার দেখানো হয়েছে। এ নিয়ে গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো ৭৮ জনে।

আজিজুল সঞ্চয়/এফএ/পিআর