ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

গণমিছিলে সেচ্ছাসেবক লীগে সংর্ঘষ, আহত-১৫

প্রকাশিত: ০১:১৩ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০১৫

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের অবরোধ হরতালের বিরুদ্ধে ১৪ দলের ডাকা গণমিছিলে ঠাকুরগাঁওয়ে সেচ্ছাসেবক লীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছে কমপক্ষে ১৫ জন। শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা ১৪ দলের আয়োজনে শহরে একটি গণমিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সমাবেশে সেচ্ছাসেবক লীগের জেলা আহবায়ক কামরুজ্জামান সুনামের নাম ঘোষণা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়। এসময় জেলা সেচ্ছাসেবক দলের বিপরীতে পক্ষের নেতা কর্মীরা সভায় হামলা চালায়। এতে জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ আপেলসহ ১৫ জন আহত হয়। আহতদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগের সভাপতি দবিরুল ইসলাম এমপি জানান, কয়েকদিন আগে সেচ্ছাসেবক লীগের দুই পক্ষ পৌর ও থানা কমিটির নাম ঘোষণা করার জের ধরে এ ঘটনা ঘটেছে।

ঠাকুরগাঁও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে আছে।

এএইচ/পিআর