ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
প্রতীকী ছবি
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরের দেওহাটায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাক ও চালক শহিদুল ইসলামকে (৪২) আটক করেছে হাইওয়ে থানা পুলিশ ।
নিহতরা হলেন, সদর উপজেলার করটিয়া ক্ষুদিরামপুর এলাকার মো. আরিফ সিকদার (২৫) ও আব্দুস সালাম (২৩)। তারা বিক্রয় ডটকমে চাকরি করতেন বলে জানিয়েছে পুলিশ।
শনিবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। হাইওয়ে গোড়াই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী মোটরসাইকেল মির্জাপুর উপজেলার দেওহাটায় পৌঁছালে একই দিক থেকে আসা ট্রাক মোটরসাইকেলকে চাপা দেয়। এ সময় মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
ওসি খলিলুর রহমান পাটোয়ারী আরো জানান, এ ঘটনায় ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আরিফ উর রহমান টগর/এএম/এমএস