ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ায় জাপার দু’গ্রুপের সমাবেশে ১৪৪ ধারা

প্রকাশিত: ০৫:৪২ এএম, ১২ নভেম্বর ২০১৬

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা জাতীয় পার্টির (জাপা) দু’গ্রপের একই স্থানে ডাকা সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের আশঙ্কায় পৌর শহরের  পৈরতলা বাসস্ট্যান্ড পুনশ্চ কমিউনিটি সেন্টার ও আশপাশ এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

শনিবার সকাল ৬টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ ১৪৪ ধারা জারি থাকবে বলে জানিয়েছে প্রশাসন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শামছুল হক ১৪৪ ধারা জারির বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, সম্প্রতি জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটিতে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জিয়াউল হক মৃধাকে আহ্বায়ক এবং পার্টির চেয়ারম্যান হোসাইন মুহম্মদ এরশাদের উপদেষ্টা কাজী মামুনুর রশীদকে সদস্য সচিব করা হয়।

এ নিয়ে শনিবার সকালে পৌর শহরের পৈরেতলার পুনশ্চ কমিউনিটি সেন্টারে তাদের আহ্বায়ক কমিটির প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু কমিটি গঠনের প্রতিবাদে একই সময় সকাল ১০টায় পুনশ্চ কমিউনিটি সেন্টারের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা করার ঘোষণা দেয় পৌর জাতীয় পার্টি সভাপতি ফিরোজ খান ও জেলা কমিটির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ওহায়েদুল হক এবং সাধারণ সম্পাদক শফিকুর রহমানের অনুসারীরা।

আজিজুল সঞ্চয়/এএম/এমএস