ধান কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ভাই-বোনের মৃত্যু
গাইবান্ধায় সুন্দরগঞ্জ উপজেলায় বিরোধপূর্ণ জমিতে ধান কাটতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে মো. তসলিম মিয়া (৪০) ও তার চাচাত বোন মর্জিনা বেগমের (৩০) মৃত্যু হয়েছে।
শনিবার সকালে সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের ঝিনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। তসলিম মিয়া ওই গ্রামের মো. মফিজল মিয়ার ছেলে ও মর্জিনা বেগম মজিবর রহমানের মেয়ে। দহবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলাম কবীর মুকুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জাগো নিউজকে বলেন, তসলিম মিয়া ও মর্জিনা বেগমের সঙ্গে প্রতিবেশী হয়রত গংদের জমি নিয়ে বিরোধ চলছিল। বিরোধপূর্ণ জমিতে হয়রত গংরা বিদ্যুতের লাইন ফেলে রাখে। শনিবার সকালে তসলিম ও মর্জিনা লোকজন নিয়ে বিরোধপূর্ণ জমিতে ধান কাটতে যায়। এ সময় জমিতে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে তসলিম ও মর্জিনা বেগম ঘটনাস্থলেই মারা যায়।
তিনি আরো বলেন, বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর বিষয়টি সুন্দরগঞ্জ থানা পুলিশকে জানানো হয়েছে। এছাড়া একই সঙ্গে চাচাত ভাই-বোনের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সুন্দরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিয়ার রহমান জানান, বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর বিষয়টি তিনি শুনেছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
জিল্লুর রহমান পলাশ/এএম/এমএস