সাংবাদিক বেলালের মা আর নেই
দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি মোশাররফ হোসেন বেলালের মা বিলকিস বেগম আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার সকাল ৮টা ১০ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের কালাইশ্রীপাড়াস্থ নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি ৫ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
সাংবাদিক বেলাল জাগো নিউজকে জানান, আছর নামাজ শেষে শহরের লোকনাথ দিঘির মাঠে মরহুমার প্রথম নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাদ মাগরিব জেলার সরাইল উপজেলার শাহবাজপুরে দ্বিতীয় নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
আজিজুল সঞ্চয়/এএম/এবিএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নোয়াখালীতে জামায়াত প্রার্থীসহ চারজনকে শোকজ
- ২ অন্যের জমিতে নির্বাচনি অফিস, দাঁড়িপাল্লার প্রার্থীকে শোকজ
- ৩ বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী দোলা
- ৪ এক স্বৈরাচারকে সরিয়ে নতুন স্বৈরাচারকে বসানোর জন্য গণঅভ্যুত্থান করিনি
- ৫ শেরপুরে নিহত জামায়াত নেতা রেজাউল করিমের দাফন সম্পন্ন