ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের মাঝে টিফিন ক্যারিয়ার বিতরণ
ঠাকুরগাঁও সদর উপজেলার সালান্দর ইউনিয়নের এলজিএসপির সহযোগিতায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে টিফিন ক্যারিয়ার বিতরণ করা হয়েছে। শরিবার বিকেলে সালান্দর ইউনিয়ন পরিষদ চত্বরে এই উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।
এসময় আরো বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আব্দুল আওয়াল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. মকবুল হোসেন বাবু, যুগ্ম-সাধারণ সম্পাদক দিপক কুমার রায়, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অরুনাশু দত্ত টিটো, সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন, সালান্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুব হোসেন মুকুল, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সানোয়ার পারভেজ পুলক প্রমুখ।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীর মাঝে টিফিন ক্যারিয়ার বিতরণ করা হয়।
রবিউল এহসান রিপন/এআরএ/আরআইপি