ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

চিরিরবন্দরে বাসচাপায় নারী নিহত

প্রকাশিত: ০১:২১ পিএম, ১৩ নভেম্বর ২০১৬

দিনাজপুরের চিরিরবন্দরে যাত্রীবাহী বাসচাপায় কামিনী বালা রায় (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন।

রোববার দুপুর আড়াইটার দিকে চিরিরবন্দর উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের রংপুর-দিনাজপুর মহাসড়কে বেলান নদীর সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কামনী বালা রায় উপজেলার বৈকুণ্ঠপুর গ্রামের ললিত চন্দ্র রায়ের স্ত্রী।

স্থানীয় বাসিন্দা মো. রফিকুল ইসলাম জানান, রোববার দুপুরে উপজেলার বৈকুণ্ঠপুর গ্রামের ললিত চন্দ্র রায়ের স্ত্রী কামিনী বালা রায় ক্ষেত থেকে ধান তুলে বাড়ি ফিরছিলেন। মহাসড়ক অতিক্রম করার সময় রংপুরগামী অজ্ঞাতনামা একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

চিরিরবন্দর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এমদাদুল হক মিলন/এএম/পিআর