ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বয়স্ক ভাতার পরিবর্তে ইউপি মেম্বারের হাতে থাপ্পড় খেলেন বৃদ্ধ

প্রকাশিত: ০৩:১৪ এএম, ১৪ নভেম্বর ২০১৬

পাঁচ হাজার টাকা উৎকোচ নিয়েও দীর্ঘ চার বছরেও বয়স্ক ভাতার কার্ড পাননি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার চাঁদখানা ইউনিয়নের নগরবন গ্রামের মৃত আব্বাস উদ্দিনের ছেলে ৭৭ বছরের বৃদ্ধ বাচ্চু মামুদ।

টাকা হাতিয়ে নেয়া ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) লুৎফর রহমানের কাছে উৎকোচের ৫ হাজার টাকা চাইতে গিয়ে উল্টো মেম্বারের হাতে থাপ্পড় খেয়েছেন ওই বৃদ্ধ।

এ ঘটনায় বৃদ্ধ বাচ্চু মামুদ রোববার কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার দফতরে ও থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এদিকে বৃদ্ধের লিখিত অভিযোগের কথা জানতে পেরে ইউপি মেম্বার লুৎফর রহমান মোবাইল ফোন বন্ধ রেখে গাঢাকা দিয়েছেন। এলাকাবাসী ওই মেম্বারের বিচার দাবি করেছেন।

অভিযোগে জানা যায়, ওই মেম্বার গত মেয়াদে ও এবারও ইউপি সদস্য নির্বাচিত হন। ইউপি মেম্বারের গত মেয়াদের সময় চার বছর আগে ওই বৃদ্ধ বয়স্ক ভাতার জন্য আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে বৃদ্ধ বাচ্চু মামুদের কাছ থেকে ৫ হাজার টাকা উৎকোচ গ্রহণ করেন ওই ইউপি মেম্বার। কিন্তু দীর্ঘদিনেও তিনি ওই বৃদ্ধকে বয়স্ক ভাতার কার্ড করে দেননি।

অভিযোগে বৃদ্ধ জানায়, গত বৃহস্পতিবার বিকেলে ইউপি মেম্বারের দেখা পেয়ে বয়স্ক ভাতার কার্ডের উৎকোচের ৫ হাজার টাকা ফেরত চান তিনি। এতে ক্ষিপ্ত হয়ে মেম্বার লুৎফর রহমান তাকে থাপ্পড় মারেন। এ সময় বৃদ্ধ বাচ্চু মিয়া মাটিতে উল্টে পড়ে গেলে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে তার বাড়িতে পৌঁছে দেয়। মেম্বারের থাপ্পড়ে এখন ওই বৃদ্ধ তার বাম কানে প্রচণ্ড ব্যথা অনুভব করছেন।  

কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মেহেদী হাসান জানান, ওই বৃদ্ধ লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

কিশোরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশীদ জাগো নিউজকে জানান, লিখিত অভিযোগটি তদন্ত করে ওই ইউপি সদস্যের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জাহেদুল ইসলাম/এফএ/পিআর