ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নাসিরনগরের ঘটনায় জড়িতদের তথ্য দিলে লাখ টাকা পুরস্কার

প্রকাশিত: ১২:২৩ পিএম, ১৪ নভেম্বর ২০১৬

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উপাসনালয় ও ঘর-বাড়িতে অগ্নিসংযোগকারীদের বিষয়ে তথ্য প্রদানকারীদের জন্য লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে জেলা পুলিশ।

পুরস্কার ঘোষণা করে সোমবার এলাকায় মাইকিংও করা হয়েছে। এ বিষয়ে কোনো তথ্য থাকলে ০১৭১৩৩৭৩৭২৪, ০১৭১৩৩৭৩৭২৫, ০১৭১৩৩৭৩৭২৭ ও ০১৭১৩৩৭৩৭৩৩ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, হিন্দু সম্প্রদায়ের মন্দির ও ঘর-বাড়িতে অগ্নিসংযোগকারীদের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দিলে তথ্যদাতাকে এক লাখ টাকা পুরস্কার দেয়া হবে। এক্ষেত্রে তথ্যদাতার পরিচয়ও গোপন রাখা হবে।

উল্লেখ্য, পবিত্র কাবা শরীফকে অবমাননা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে পোস্ট দেয়ার ঘটনাকে কেন্দ্র করে দুষ্কৃতিকারীরা গত ৩০ অক্টোবর নাসিরনগর উপজেলা সদরে হিন্দু সম্প্রদায়ের মন্দির ও ঘর-বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট চালায়। পরবর্তীতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বে গত ৪ নভেম্বর ভোরে উপজেলা সদরে হিন্দু সম্প্রদায়ের ৫টি ও ১৩ নভেম্বর ভোরে একটি বাড়িতে অগ্নিসংযোগ করে দুষ্কৃতিকারীরা।
 
আজিজুল সঞ্চয়/এআরএ/এবিএস

আরও পড়ুন