ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ফরিদপুরে ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত

প্রকাশিত: ১২:৪৯ পিএম, ১৪ নভেম্বর ২০১৬

ফরিদপুরে সড়ক পারাপারের সময় ট্রাকচাপায় শংকর সাহা (৫২) নামের এক পান ব্যবসায়ী নিহত হয়েছেন।

সোমবার বেলা সাড়ে ৩টার দিকে শহরের গোয়ালচামট মহিম স্কুলের মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত শংকর সাহা হাজি শরিয়াতুল্লাহ বাজারের পান ব্যবসায়ী ছিলেন। তার বাড়ি শহরের মহিম স্কুলের পেছনে শোভারামপুর গ্রামে।  

প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা সাড়ে ৩টার দিকে বাজার থেকে বাড়ি ফেরার পথে মহিম স্কুলের মোড়ে রাস্তা পারাপারের সময় একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই শংকরের মৃত্যু হয়।

জেলা ট্রাফিক পুলিশ (টিআই) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ট্রাকটি আটক করা হয়েছে। ঘটনার পরপরই ট্রাকচালক আর হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি।

এস.এম. তরুন/এএম/এসএম