ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সেই বৃদ্ধের কাছে ক্ষমা চাইলেন ইউপি সদস্য

প্রকাশিত: ০২:২৭ পিএম, ১৪ নভেম্বর ২০১৬

অবশেষে বয়স্কভাতার কার্ড পেলেন নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার চাঁদখানা ইউনিয়নের নগরবন গ্রামের মৃত আব্বাস উদ্দিনের ছেলে ৭৭ বছর বয়সী বৃদ্ধ বাচ্চু মামুদ। একই সঙ্গে বৃদ্ধকে থাপ্পড় মারার ঘটনায় ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য লুৎফর রহমান ওই বৃদ্ধের পা-হাত ধরে ক্ষমা চেয়ে উৎকোচের অর্থ ফেরত দিয়েছেন।  

কিশোরগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনিমুন আকতার জানান, গণমাধ্যমে সংবাদ প্রকাশের বিষয়টি সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক দেখতে পেয়ে বিষয়টি তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

সোমবার দুপুরে বৃদ্ধ বাচ্চু মামুদকে তার বাড়ি থেকে উপজেলা সমাজ সেবা অফিসে নিয়ে এসে তাকে বয়স্কভাতার কার্ড তৈরি করে (কার্ড নম্বর ৬২৭১) দুপুরের মধ্যে তার হাতে তুলে দেয়া হয়।

এদিকে সংবাদ প্রকাশের পর কার্ড হাতে পেয়ে বৃদ্ধ বাচ্চু মামুদ আবেগআপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, খবর প্রকাশের পর প্রশাসন দ্রুত কাজ করে আজ তার বাস্তব প্রমাণ পেলাম।  

অপরদিকে ইউপি সদস্য লুৎফর রহমান তার ভুল স্বীকার করে বলেন, জীবনে মানুষ ঠেকলে শিখে। আমি আজ ঠেকে শিখলাম।

এর আগে পাঁচ হাজার টাকা উৎকোচ নিয়েও দীর্ঘ চার বছরেও বয়স্কভাতার কার্ড পাননি বৃদ্ধ বাচ্চু মামুদ। টাকা হাতিয়ে নেয়া চাঁদখানা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) লুৎফর রহমান কার্ডের জন্য ৫ হাজার টাকা উৎকোচ নিয়েছেন।

কার্ড না পেয়ে টাকা ফেরত চাইতে গেলে ওই ইউপি মেম্বার বৃদ্ধকে থাপ্পড় মারে। এ ঘটনায় ওই বৃদ্ধ গতকাল রোববার কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। সেই সূত্রে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। সোমবার দুপুরে উপজেলা সমাজসেবা অফিসের মাধ্যমে ওই বৃদ্ধ বয়স্কভাতার কার্ড পান।

জাহেদুল ইসলাম/এএম/এমএস