ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মা-বাবার সঙ্গে অভিমান করে স্কুলছাত্রীর আত্মহত্যা

প্রকাশিত: ০২:৩০ পিএম, ১৪ নভেম্বর ২০১৬

বাবা-মায়ের সঙ্গে অভিমান করে সিরাজগঞ্জের সলঙ্গায় লিজা খাতুন (১৩) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। নিহত লিজা খাতুন সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের চড়িয়া শিখা গ্রামের আব্দুল গফুরের মেয়ে ও সিরাজগঞ্জ রোড উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী।

সলঙ্গা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রফিক এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বক্তব্য দিয়ে তিনি জানান, তুচ্ছ ঘটনা নিয়ে সোমবার দুপুরে বাবা-মায়ের সঙ্গে লিজার ঝগড়া হয়। দুপুরের খাবার না খেয়ে লিজা অভিমান করে ঘরে ঘুমাতে যায়।

একপর্যায়ে সে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরিবারের লোকজন দুপুরের খাবার খাওয়ার জন্য ডাকতে গিয়ে লিজার ঝুলন্ত মরদেহ দেখতে পান।

পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে বিকেল ৪টার দিকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি।  

ইউসুফ দেওয়ান রাজু/এএম/এবিএস