ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

এসএসসি’র ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ

প্রকাশিত: ১১:২২ এএম, ১৫ নভেম্বর ২০১৬

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার প্রায় সবকটি বিদ্যালয় নানা অজুহাতে শিক্ষার্থীদের কাছ থেকে বোর্ড নির্ধারিত ফি’র চেয়ে অতিরিক্ত ১ হাজার থেকে সর্বোচ্চ ২ হাজার টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। এতে করে চরম বিপাকে পড়েছেন গরিব-অসহায় শিক্ষার্থীরা।

খোঁজ নিয়ে জানা গেছে, ২০১৭ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের জন্য মানবিক বিভাগের জন্য ১ হাজার ৬৯৫, ব্যবসায় শিক্ষার জন্য ১ হাজার ৬৯৫ ও বিজ্ঞানের জন্য ১ হাজার ৭৮৫ ফি নির্ধারণ করে দিয়েছে কুমিল্লা শিক্ষা বোর্ড। বোর্ডের নির্দেশনা অনুযায়ী নিয়মিত পরীক্ষার্থীদের ক্ষেত্রে ফরম পূরণ ফি প্রত্যেক বিষয়ে ৮০ টাকা, ব্যবহারিক পরীক্ষার ফি ৩০, একাডেমিক ট্রান্সক্রিপ্ট ফি ৩৫, মূল সনদ ফি ১০০, বয়েজ স্কাউট ও গার্ল গাইড ফি ১৫, জাতীয় শিক্ষা সপ্তাহ ফি ৫ টাকা করে বোর্ড থেকে নির্ধারণ করা হয়। এর সঙ্গে যাদের ব্যবহারিক পরীক্ষা নেই তাদের ক্ষেত্রে ২৫০ ও যাদের আছে তাদের কেন্দ্র ফি দিতে হবে ৩০০ টাকা করে। কিন্তু বোর্ডের এ নির্দেশ মানছে না আখাউড়া উপজেলার বিদ্যালয়গুলো। একজন পরীক্ষার্থীর কাছ থেকে আড়াই হাজার থেকে সর্বোচ্চ সাড়ে তিন হাজার টাকা নিয়ে ফরম পূরণ করছে বিদ্যালয়গুলো। এর ফলে গরিব-অসহায় পরীক্ষার্থীরা সবচেয়ে বেশি বিপাকে পড়েছে।

খোঁজ নিয়ে আরও জানা যায়, উপজেলার ১৬টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে সবচেয়ে বেশি টাকা নিচ্ছে আখাউড়া উত্তর ইউনিয়নের আমোদাবাদ শাহ আলম উচ্চ বিদ্যালয়। এ বিদ্যালয় কর্তৃপক্ষ বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের কাছ থেকে ৩ হাজার ৫শ টাকা এবং মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা বিভাগের পরীক্ষার্থীদের কাছ থেকে ৩ হাজার ৪শ টাকা আদায় করেছে। তবে টাকা আদায়ের কোনো রশিদই দেয়া হচ্ছে না পরীক্ষার্থীদের।

একই অভিযোগ উপজেলার রেলওয়ে উচ্চ বিদ্যালয়, দেবগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়, হীরাপুর উচ্চ বিদ্যালয়, মোগড়া উচ্চ বিদ্যালয়সহ উপজেলার ১৬টি মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে। ওই শিক্ষা প্রতিষ্ঠানগুলো বিভিন্ন খাত দেখিয়ে ফরম পূরণে পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগীরা।

এ ব্যাপারে আখাউড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন জানান, অতিরিক্ত ফি আদায়ের বিষয়ে কোনো অভিযোগ তিনি পাননি। তবে কোনো বিদ্যালয় কর্তৃপক্ষ যদি পরীক্ষার্থীদের কাছ থেকে বোর্ড নির্ধারিত ফি’র চেয়ে অতিরিক্ত ফি আদায় করে তাহলে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

আজিজুল সঞ্চয়/আরএআর/আরআইপি