ছায়েদুল হকের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন
ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে নাসিরনগর উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনসহ বিভিন্ন স্তরের মানুষের অংশগ্রহণে স্থানীয় শহীদ মিনার চত্বরে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. রাফিউদ্দিন আহমেদের সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন নাসিরনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি অঞ্জন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ পান্না, চাতলপাড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ আবদুল আহাদ প্রমুখ।
এছাড়া ঢাকা থেকে মুঠোফোনের মাধ্যমে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে আগতদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। মন্ত্রী আগতদের ধন্যবাদ জানিয়ে তাদের শান্ত থাকার পরামর্শ দেন।
নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের মন্দির ও ঘর-বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর-লুটপাটের ঘটনাকে কেন্দ্র করে মৎস্য ও প্রাণিসম্পমন্ত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা এবং অপপ্রচারের নিন্দা জানিয়ে প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, মন্ত্রীর সাফল্যে ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল তাকে অপদস্থ করার জন্য উঠে-পড়ে লেগেছে। এ বিষয়ে বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।
আজিজুল সঞ্চয়/এআরএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নোয়াখালীতে জামায়াত প্রার্থীসহ চারজনকে শোকজ
- ২ অন্যের জমিতে নির্বাচনি অফিস, দাঁড়িপাল্লার প্রার্থীকে শোকজ
- ৩ বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী দোলা
- ৪ এক স্বৈরাচারকে সরিয়ে নতুন স্বৈরাচারকে বসানোর জন্য গণঅভ্যুত্থান করিনি
- ৫ শেরপুরে নিহত জামায়াত নেতা রেজাউল করিমের দাফন সম্পন্ন