ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

জনগণের সঙ্গে খারাপ আচরণ করলে মনোনয়ন নয় : ওবায়দুল কাদের

প্রকাশিত: ০৮:১৬ এএম, ১৬ নভেম্বর ২০১৬

যারা জনগণের সঙ্গে খারাপ আচরণ করবে আগামী নির্বাচনে তাদের মনোনয়ন দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার দুপুর ১২টার দিকে ঝিনাইদহ কেন্দ্রীয় শহীদ মিনারে চত্বরে এক পথসভায় তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের মতোই মাদক আমাদের শত্রু। দলমত নির্বিশেষে মাদককে প্রতিরোধ করতে হবে।

পথসভায় আওয়ামী লীগ নেতা মাহবুব-উল আলম হানিফ, ডা. দীপু মনি, মোজাম্মেল হকসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

আহমেদ নাসিম আনসারী/আরএআর/এমএস