ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

অবশেষে ত্রাণ নিলেন সাঁওতালরা

প্রকাশিত: ১০:৫৬ এএম, ১৬ নভেম্বর ২০১৬

অবশেষে সরকারের তরফ থেকে পাঠানো ত্রাণ গ্রহণ করেছেন গাইবান্ধায় হামলার শিকার সাঁওতাল সম্প্রদায়ের লোকজন। বুধবার বেলা দেড়টার দিকে জেলা প্রশাসন কর্তৃপক্ষ এ ত্রাণ পৌঁছে দেয়।

দুপুর থেকে দীর্ঘ চেষ্টার পর বিকেল ৩টায় গাইবান্ধা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেমা তুজ জোহরার নেতৃত্বে প্রশাসনের একটি দল সাঁওতাল পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করে।

GAIBANDA

গত সোমবার গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল হান্নান ত্রাণ দিতে গেলে তারা নেননি। তাদের অভিযোগ ছিল, ইউএনওর নির্দেশে গুলি করে মানুষ মেরে ফেলা হয়েছে। সেই ইউএনওর হাত দিয়ে ত্রাণ নেবেন না তারা।

গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের মাদারপুর ও জয়পুরপাড়ায় আশ্রয় নেয়া ১৩৪ পরিবারের সাঁওতালদের মধ্যে বিতরণ করা ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল, আলু, লবণ, তেল ও কম্বল।  

এ সময় উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজলা সহকারী কমিশনার (ভূমি) আহম্মদ আলী ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম।

জিল্লুর রহমান পলাশ/এএম/এবিএস