নাসিরনগরে অগ্নিদগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে কুপির আগুনে দগ্ধ হয়ে নিয়তি চক্রবর্তী (৯০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ ঘটনায় বৃদ্ধার কুড়ে ঘরটিও পুড়ে গেছে।
বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার সদর ইউনিয়নের নাসিরপুর গ্রামে এ ঘটনা ঘটে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জাগো নিউজকে জানান, নিয়তি চক্রবর্তী নাসিরপুর গ্রামের একটি কুড়ে ঘরে একাই থাকতেন। সন্ধ্যায় ঘরের মধ্যে তিনি ভাত রান্না করছিলেন।
এ সময় ঘরে থাকা কুপির আগুন থেকে হঠাৎ বৃদ্ধার গায়ে জড়ানো চাদরে ধরে যায়। এতে ঘটনাস্থলে অগ্নিদগ্ধ হয়ে তার মৃত্যু হয়। ওই বৃদ্ধার ঘরের আশপাশে কোনো বাড়ি-ঘর না থাকায় কেউ তাকে বাঁচাতে পারেননি বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার।
আজিজুল সঞ্চয়/এএম/এবিএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নোয়াখালীতে জামায়াত প্রার্থীসহ চারজনকে শোকজ
- ২ অন্যের জমিতে নির্বাচনি অফিস, দাঁড়িপাল্লার প্রার্থীকে শোকজ
- ৩ বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী দোলা
- ৪ এক স্বৈরাচারকে সরিয়ে নতুন স্বৈরাচারকে বসানোর জন্য গণঅভ্যুত্থান করিনি
- ৫ শেরপুরে নিহত জামায়াত নেতা রেজাউল করিমের দাফন সম্পন্ন