বিনা ফিতে ফরম পূরণ করতে না দেয়ায় কলেজে ছাত্রলীগের তালা
বিনা ফিতে ফরম পূরণ করতে না দেয়ায় শিক্ষক-কর্মচারীদের বের করে দিয়ে লক্ষ্মীপুর সরকারি কলেজের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছে কলেজ ছাত্রলীগের আহ্বায়ক ও তার অনুসারী নেতাকর্মীরা।
এ সময় উপাধ্যক্ষকে দুইঘণ্টা অবরুদ্ধ করে রাখে তারা। বুধবার দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত এ ঘটনা ঘটে।
অভিযোগ রয়েছে, বিনা ফিতে ১৪৮জন পরীক্ষার্থীর ফরম পূরণ না করায় কলেজ ছাত্রলীগের আহ্বায়ক রাফসান জানি বাপ্পির নেতৃত্বে তার অনুসারীরা তালা ঝুলিয়ে দেয়।
কলেজের অধ্যক্ষ মো. সোলায়মান জানান, সম্প্রতি অনার্স ১ম বর্ষের ৭২ জন, মাস্টার্স (প্রিলিমিনারি) ২২ জন, ডিগ্রির ৫৪ জন পরীক্ষার্থীর ফরম পূরণ ও অনার্স ১ম বর্ষের ৩ শিক্ষার্থীর বিনামূল্যে ভর্তি করানোর দাবি করেন ছাত্রলীগ নেতা বাপ্পি।
তার অন্যায় আবদারে সাড়া না দিয়ে, নূন্যতম বোর্ড ফি জমা দিয়ে ওই পরীক্ষার্থীদের ফরম পূরণ ও ভর্তির জন্য বলে কলেজ কর্তৃপক্ষ।
কলেজ কর্তৃপক্ষের কথা মতো বোর্ড ফি না দেয়ায় ওসব পরীক্ষার্থীর ফরম পূরণ করা হয়নি। পরে অতিরিক্ত সময়ে ভুক্তভোগী ওসব পরীক্ষার্থীরা নিজেরাই ফি জমা দিয়ে ফরম পূরণ করে পরীক্ষায় অংশ নেয়।
এতে ওই ছাত্রলীগ নেতা ক্ষিপ্ত হয়। এর জের ধরে বাপ্পীর নেতৃত্বে তার অনুসারী ছাত্রলীগ নেতাকর্মীরা কলেজের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেয়।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক শিক্ষার্থী জানায়, তারা অনার্স ১ম বর্ষের পরীক্ষার ফরম পূরণের জন্য ছাত্রলীগ নেতা বাপ্পীর কাছে ২ হাজার থেকে ৩ হাজার টাকা পর্যন্ত দেন। কিন্তু বাপ্পী ফরম পূরণ না করায় তারা বিপাকে পড়েন। পরে অতিরিক্ত সময়ে আবারো নিজেরা টাকা দিয়ে ফরম পূরণ করতে হয়। বাপ্পীর কাছ থেকে এখনো তারা টাকা ফেরত পায়নি।
কলেজ ছাত্রলীগের আহ্বায়ক রাফসান জানি বাপ্পি দাবি করেন, কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, নবীন বরণ অনুষ্ঠান না করাসহ অনিয়মের অভিযোগে সাধারণ শিক্ষার্থীরা ওই তালা দেন।
কলেজের উপাধ্যক্ষ ড. আবু তাহের জানান, শিক্ষার্থীরা কোন দাবি নিয়ে আসেননি। হঠাৎ করে দলীয় নেতাকর্মীরা কলেজে তালা ঝুলিয়ে দেয়। এতে তিনি অবরুদ্ধ হয়ে পড়েন।
এ ব্যাপারে লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার (সদর) জুনায়েত কাউছার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কলেজ থেকে কেউ অভিযোগ করেনি।
কাজল কায়েস/এএম/আরআইপি