তুচ্ছ ঘটনায় খেলোয়াড়কে গলাকেটে হত্যা
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শাহাদাত (২০)নামে ফুটবল খেলোয়াড়কে গলাকেটে খুন করেছে বেলাল নামের এক বখাটে। এ সময় তার ছুরিকাঘাতে গুরুতর আহত হয় শাহাদাতের ভাই বক্কর, তার বন্ধু রিয়াজ (২২) ও ওসমান(১৮)।
বুধবার সন্ধায় ছাগলনাইয়া কলেজ রোড়ে বালিকা বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। আহত ওসমান জানান, বুধবার সকালে ছাগলনাইয়া কলেজ রোড়ের তারেক মেটালের কর্মচারী বেলাল এক রিকশাচালককে মারধর করলে শাহাদাতের বড় ভাই বক্কর প্রতিবাদ করে।
এতে ক্ষিপ্ত হয়ে সন্ধ্যার দিকে বখাটে বেলাল একটি ধারালো ছুরি দিয়ে শাহাদাতের গলাকেটে দেয় ও পেটে ছুরি ঢুকিয়ে দেয় । এ সময় বক্কর, রিয়াজ, ও ওসমান এগিয়ে গেলে তাদেরকেও ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করা হয়।
গুরুতর আহতাবস্থায় শাহাদাত, রিয়াজ ও ওসমানকে পর্যায়ক্রমে ছাগলনাইয়া ও ফেনী হাসপাতাল ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে শাহাদাত মারা যায়। নিহত শাহাদাতের বাড়ি ছাগলনাইয়ার পূর্বছাগলনাইয়া গ্রামে। তিনি ওই গ্রামের ছালেহ আহমদের ছেলে।
জহিরুল হক মিলু/এএম/এবিএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ কুমিল্লায় প্রতীক বরাদ্দের দিনই শোডাউন, প্রার্থীকে জরিমানা
- ২ সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজ উদ্দিন মারা গেছেন
- ৩ শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে নোয়াখালীতে শিবিরের বিক্ষোভ
- ৪ ময়মনসিংহ বিএনপি-বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ-গুলি
- ৫ তারেক রহমানকে নিয়ে কটূক্তি করায় দিনাজপুরে যুবক গ্রেফতার