ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সাতক্ষীরায় পরকীয়ার জেরে যুবক খুন

প্রকাশিত: ১০:৫৯ এএম, ১৭ নভেম্বর ২০১৬

সাতক্ষীরার পাঁচরকি গ্রাম থেকে তরিকুল ইসলাম (২৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে পাঁচরকির পূর্বপাড়ার একটি বড়বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।  

নিহত তরিকুল সদর উপজেলার রেউই গ্রামের আমজাদ আলির ছেলে। পুলিশের ধারণা, পরকীয়ার কারণে ওই যুবককে খুন করা হয়েছে।

সদর থানা পুলিশের সহকারী পরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান জানান, নিহত যুবকের দেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর পর তাকে নিকটস্থ কোনো স্থান থেকে টেনে আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। লাশের পাশে একটি মোবাইল ফোন পড়েছিল।

সাতক্ষীরা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্যা বলেন, পরকীয়ার জের ধরে তাকে হত্যা করা হয়েছে বলে প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্তের সার্থে  বেশি কিছু বলা সম্ভব নয়। মরদেহটি ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আকরামুল ইসলাম/আরএআর/পিআর