ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মুঠোফোনে কথা বলায় কলেজ শিক্ষকের দণ্ড

প্রকাশিত: ০১:১৮ পিএম, ১৭ নভেম্বর ২০১৬

চিরিরবন্দর উপজেলায় জেডিসি পরীক্ষা কেন্দ্রে মুঠোফোনে কথা বলার অপরাধে আবু তালেব নামে এক শিক্ষককে সাত দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

ওই শিক্ষক আমেনা বাকী রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক এবং একই প্রতিষ্ঠানের চেয়ারম্যান ডা. আমজাদ হোসেনের খালাতো ভাই।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার নান্দেড়াই কামিল মাদরাসা পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

চিরিরবন্দর থানা পুলিশের ওসি মো. আনিছুর রহমান জানান, উপজেলার নান্দেড়াই কামিল মাদরাসার জেডিসি পরীক্ষা কেন্দ্রে কৃষি পরীক্ষা চলাকালীন সময়ে জেলা প্রশাসক মীর খায়রুল আলম আকস্মিক পরিদর্শনে আসেন।

এসময় কক্ষ পরিদর্শক  আমেনা বাকী রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক আবু তালেবকে মুঠোফোনে কথা বলতে দেখে তাকে আটক ও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসার মো. ফিরোজ মাহমুদকে নির্দেশ দেন।

পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফিরোজ মাহমুদ ভ্রাম্যমাণ আদালতে ১৮৮ ধারায় ওই শিক্ষককে সাত দিনের সশ্রম কারাদণ্ড দেন।

এমদাদুল হক মিলন/আরএআর/পিআর