র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ডাকাত নিহত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপুরে ডাকাতিকালে র্যাবের সঙ্গে `বন্ধকযুদ্ধে` দুই ডাকাত নিহত হয়েছেন। এসময় বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে র্যাব।
শুক্রবার ভোরে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ ঘটনায় দুই র্যাব সদস্য আহত হয়েছেন।
র্যাব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কয়াডন লিডার সেফায়েত জামিল ফাহিম জানান, র্যাবের নিয়মিত টহলের অংশ হিসেবে মহাসড়কের লালপুরে অবস্থান কালে সংঘবদ্ধ ডাকাত দল র্যাবের গাড়ি লক্ষ্য করে গুলি চালায়।
পরে র্যাবও পাল্টা গুলি চালালে ওই দুই ডাকাত সদস্য আহত হন। এসময় ডাকাত দলের অন্যরা সদস্যরা পালিয়ে যান।
পরে গুরুতর আহত দুই ডাকাতকে ফেনী সদর হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে ৩টি পিস্তল, ২টি সাটারগান,৮ রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
জাহিরুল হক মিলু/এফএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ কুমিল্লায় প্রতীক বরাদ্দের দিনই শোডাউন, প্রার্থীকে জরিমানা
- ২ সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজ উদ্দিন মারা গেছেন
- ৩ শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে নোয়াখালীতে শিবিরের বিক্ষোভ
- ৪ ময়মনসিংহ বিএনপি-বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ-গুলি
- ৫ তারেক রহমানকে নিয়ে কটূক্তি করায় দিনাজপুরে যুবক গ্রেফতার