ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ঝালকাঠিতে মন্দিরে হামলার ঘটনায় পাল্টাপাল্টি মামলা

প্রকাশিত: ০৭:৩৭ এএম, ১৮ নভেম্বর ২০১৬

ঝালকাঠির কেন্দ্রীয় কালিবাড়ি মন্দিরে হামলা ও প্রতিমা ভাঙচুরের ঘটনায় ১৬ জনের নামসহ প্রায় অর্ধশত অজ্ঞাতনামাকে আসামি করে পাল্টাপাল্টি মামলা দায়ের করা হয়েছে।

মন্দির কমিটির পক্ষে সাধারণ সম্পাদক প্রণবকুমার নাথ ভানু ও ব্যবসায়ীদের পক্ষে দুলাল দেবনাথ বাদী হয়ে পাল্টাপাল্টি এ দুটি মামলা দায়ের করেন।

বৃহস্পতিবার দুপুরে দেয়া অভিযোগের পরিপ্রেক্ষিতে রাতে মামলা দুটি রেকর্ড করা হয়েছে বলে সদর থানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) বেলায়েত হোসেন নিশ্চিত করেছেন।

চাল ব্যবসায়ীদের পক্ষ থেকে ব্যবসায়ী দুলাল দেবনাথ অভিযোগে উল্লেখ করেন, কালিবাড়ি মন্দির কমিটির সভাপতি অ্যাডভোকেট অমল দাস এবং সাধারণ সম্পাদক প্রণবকুমার নাথ ভানুর দেয়া ছোলেনামা মর্মে এখানে ব্যবসা পরিচালনা করা হচ্ছে।

কিন্তু প্রণবকুমার ভানুর নেতৃত্বে বিষ্ণু ধর (৪৫), উদয় দাস (৩২), গোপাল সাহা (৪৫), জয় সাহা (৩২), কালাচান সাহা (৩২), দীনা সাহা (২৮), আনন্দ সাহা (২৮)সহ কিছু লোক আমাদের উৎখাত করার জন্য আট লাখ টাকা চাঁদা দাবি করে। দিতে বিলম্ব হওয়ায় দেশীয় অস্ত্র নিয়ে প্রবেশ করে তারা নগদ ১ লাখ ২৪ হাজার টাকা ছিনিয়ে নেয়াসহ দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি করে।

অপরদিকে, মন্দির কমিটির পক্ষে সাধারণ সম্পাদক প্রণবকুমার নাথ ভানুর দেয়া অভিযোগে উল্লেখ করা হয়, বুধবার রাতে কার্তিক পূজা চলাকালীন নাট মন্দিরের (বারচালা) জমিতে অবৈধ দখলকারীরা দাঙ্গা সৃষ্টির লক্ষ্যে দুলাল নাথ (৫২), গোপাল নাথ (৪৭), মানিক নাথ (৫০), মো. হাকিম হাওলাদার (৫২), বাদশা হাওলাদার (৫০), জাকির (৫০), পার্থ সারথী সাহা (৪০), দিলীপ সাহা (৪৫)সহ আরো ২০ থেকে ৩০ জন প্রাণনাশক অস্ত্র নিয়ে মন্দিরের ভক্ত-পূজারিদের ওপর হামলা চালায়।

এ সময় তারা কার্তিক প্রতিমা ভাঙচুর করে। প্রতিহত করতে গেলে ইটপাটকেল নিক্ষেপ করে পুরোহিত সুমন চক্রবর্তী, শ্যামল চক্রবর্তী ও তার মাকে গুরুতর আহত করে।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি অপারেশন) মাহে আলম জানান, উভয় পক্ষের অভিযোগের ভিত্তিতে মামলা রেকর্ড করা হয়েছে। আসামিরা পলাতক রয়েছে। গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

আতিকুর রহমান/এফএ/পিআর

আরও পড়ুন