বাগাতিপাড়ায় বিয়ে না করেই পালালো বর
নাটোরের বাগাতিপাড়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের উদ্যোগে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেলো ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী। আর বিয়ে না করেই বরযাত্রী নিয়ে পালিয়ে গেলো বর। শুক্রবার বিকেলে উপজেলার জামনগরের রওশনগিরি পাড়ায় এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার রওশনগিরি পাড়ায় এক কৃষক তার ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া মেয়ের বিয়ে ঠিক করেন রাজশাহীর সারদা গ্রামের রফিকুল ইসলামের সঙ্গে।শুক্রবার বিয়ে উপলক্ষে সকল প্রস্তুতিও সম্পন্ন হয় করা হয়। যথা সময়ে বিয়ে বাড়িতে বরও উপস্থিত হন।
এ খবরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত), সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা খানম কনের বাড়িতে পৌঁছেন। তাদের উপস্থিতি টের পেয়ে বিয়ে না করে পালিয়ে যায় বরযাত্রী।
পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মেয়ের বাবাকে এক হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে এক সপ্তাহের কারাভোগের আদেশ দেন এবং জনসম্মুক্ষে কনের মা-বাবাকে অপ্রাপ্ত মেয়েকে বিয়ে না দেয়ার প্রতিশ্রুতি নেন।
রেজাউল করিম রেজা/এআরএ/এমএস