আ`লীগের কোনো নেতাকর্মীর সঙ্গে বিরোধ নেই : আইভী
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ার পর ঢাকা থেকে সরাসরি জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন সেলিনা হায়াৎ আইভী। এসময় আইভী দলের নেতাকর্মীদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
শুক্রবার রাত সাড়ে ১০টায় শহরের ২নং রেলগেইটস্থ আওয়ামী লীগের কার্যালয়ে আইভী সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, দলীয় মনোনয়ন দেয়ার ব্যাপারে কেন্দ্রে আমার নাম প্রস্তাব না পাঠানোর কারণে আমার কোনো দুঃখ নেই। দলের প্রধান ও প্রধানমন্ত্রী আমার কাজের মূল্যায়ন করে দল থেকে আমাকে মনোনয়ন দিয়েছেন। এতে নেত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এছাড়া নারায়ণগঞ্জ আওয়ামী লীগের কোনো নেতার সঙ্গে আমার কোনো বিরোধ নেই। আমি দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করি নাসিক নির্বাচনে সকল নেতর্ঙ্গে আমার পক্ষে কাজ করবেন।
এদিকে, মেয়র আইভী ঢাকা থেকে নারায়ণগঞ্জের দলীয় কার্যালয়ে আসার পর শত শত নেতাকর্মী জয় বাংলা জয় বঙ্গবন্ধুসহ নৌকার প্রতীকের নানা স্লোগানে দলীয় কার্যালয় এলাকা উৎসবে পরিণত হয়। পরে নেতাকর্মীরা আইভীকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন।
শাহাদৎ হোসেন/এআরএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ আগামী নির্বাচন নতুন বন্দোবস্তের নির্বাচন: ফয়জুল করিম
- ২ রাজশাহীতে ভেজাল খাদ্য উৎপাদনের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
- ৩ কলমাকান্দায় ইউপি চেয়ারম্যানকে বরখাস্তের পর এবার ইউএনওকে বদলি
- ৪ ধামরাইয়ে বেড়াতে যাওয়া নারীকে ‘ধর্ষণকাণ্ড’, যা জানা গেলো
- ৫ ধানের শীষকে হারিয়ে তারেক রহমানকে বিজয় উপহার দিতে চান শেখ মজিবুর