ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কীটনাশক পানে স্কুলছাত্রের আত্মহত্যা

প্রকাশিত: ০৭:৩২ এএম, ১৯ নভেম্বর ২০১৬

ঝিনাইদহের কালীগঞ্জে মায়ের উপর রাগ করে কীটনাশক পান করে মিলন হোসেন (১২) নামে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে।শনিবার সকালে এ ঘটনা ঘটে।

মিলন উপজেলার বহিরগাছি গ্রামের বাবুল মিয়ার চেলে ও বহিরগাছি মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয়রা জানায়, সকালে মিলনকে তার মা স্কুলে যেতে বলে। কিন্তু স্কুলে না যাওয়ায় তার মা তাকে বকাবকি করে বাবার জন্য ভাত নিয়ে মাঠে যায়। এই সুযোগে মিলন বাড়িতে থাকা কীটনাশক পান  করে। পরে স্থানীয়রা  তাকে উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিসক উজ্জ্বল কুমার তাকে মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে অপমৃত্যুর মামলা হবে।

আহমেদ নাসিম আনসারী/আরএআর/এমএস