ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গোবিন্দগঞ্জ খামারের আখখেতে আগুন

প্রকাশিত: ১১:১৭ এএম, ১৯ নভেম্বর ২০১৬

রংপুর চিনিকলের আওতাধীন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ ইক্ষু খামারের জমিতে রোপণ করা আখখেতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে খামারের প্রায় ৩৩ বিঘা জমির আখ আংশিক পুড়ে গেছে।

শনিবার দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ ইক্ষু খামারের ফকিরগঞ্জ এলাকার ১১ আই ব্লকের আখখেতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে খেতের আংশিক পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। সাহেবগঞ্জ ইক্ষু খামারের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, হঠাৎ করে দুপুরের দিকে খামারের ফকিরগঞ্জ এলাকার ১১ আই ব্লকের আখের জমিতে আগুনের সূত্রপাত। মুহূর্তে আগুন ১১ আই ব্লকের খেতে ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরো জানান, আগুনে খামারের প্রায় ৩৩ বিঘা জমির আখ আংশিক পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। ফলে এসব আখ আর মিলে নিয়ে কোনো কাজ হবে না। তবে আগুনের সূত্রপাত উদঘাটনে তদন্ত করা হবে।

আগুনের খবর পেয়ে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল হান্নান, গোবিন্দগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সাহাসহ (রচিক) চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আউয়াল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জিল্লুর রহমান পলাশ/এএম/আরআইপি

আরও পড়ুন