ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নেতাকর্মীদের হাতে জাসদের এমপি লাঞ্ছিত

প্রকাশিত: ০২:২৮ পিএম, ১৯ নভেম্বর ২০১৬

বগুড়ায় নিজ দলের নেতাকর্মীদের হাতে লাঞ্ছিত হয়েছেন জেলা জাসদের সভাপতি ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য রেজাউল করিম তানসেন।

শনিবার দুপুরে শহরের সাতমাথা এলাকায় দলীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে। দীর্ঘ নয় মাস পর সভাপতির দলীয় কার্যালয়ে উপস্থিত হওয়া এবং দলীয় কোন্দলের কারণে নেতাকর্মীরা উত্তেজিত হয়ে তাকে লাঞ্ছিত করেন। পরে সভা না করেই পুলিশ প্রহরায় দলীয় কার্যালয় ত্যাগ করেন তিনি।

দলীয় নেতাকর্মী সূত্রে জানা যায়, শনিবার দুপুর ১২টার দিকে শহরের সাতমাথায় দলীয় কার্যালয়ে জেলা জাসদের সাধারণ সভা আহ্বান করা হয়। সভা শুরুর আগ মুহূর্তে বেলা ১টার দিকে সভাপতি রেজাউল করিম তানসেন কার্যালয়ে উপস্থিত হন।

এ সময় নেতাকর্মীরা সভাপতির কাছে জানতে চান তিনি জাসদের কোন গ্রুপে আছেন। সভাপতি এর কোনো জবাব না দিয়ে সাধারণ সভা স্থগিত ঘোষণা করেন।

এ সময় ক্ষুব্ধ হয়ে জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য এমদাদুল হক সংসদ সদস্য তানসেনের দিকে তেড়ে যান। তানসেনও তার দিকে তেড়ে যান। এতে এমদাদের পক্ষের নেতাকর্মীরা উত্তেজিত হয়ে তানসেনের ওপর চড়া হয়ে তাকে লাঞ্ছিত করেন।

শেষে কয়েকজন নেতাকর্মী ও পুলিশের সহযোগিতায় সভাপতি দলীয় কার্যালয় থেকে বের হয়ে স্থান ত্যাগ করলে পরিস্থিতি শান্ত হয়।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন নেতাকর্মী জানান, জেলা জাসদের সভাপতি রেজাউল করিম তানসেন সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে দলীয় কার্যালয়ে কম আসেন। তিনি দলীয় কর্মকাণ্ডে নিষ্ক্রিয় ছিলেন। এছাড়া তিনি দলীয় নেতাকর্মীদের মূল্যায়ন না করে কতিপয় সুবিধাবাদী লোকজনের পরামর্শে কাজ করেন।

সম্প্রতি কেন্দ্রীয় জাসদের মধ্যে গ্রুপিং দেখা দেয়ার পর থেকে বগুড়া জেলা সভাপতির ভূমিকাও রহস্যজনক হিসেবে ধরা পড়ে। এছাড়া নানা কারণে নেতাকর্মীরা তার ওপর ক্ষুব্ধ বলেও জানান এসব নেতাকর্মী।

তবে জেলা জাসদের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জানান, সভাপতিকে কেউ লাঞ্ছিত করেনি। সাধারণ সভা স্থগিত করায় সভাস্থলে নেতাকর্মীরা হৈচৈ করেছে মাত্র।

জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য এমদাদুল হক জানান, সংসদ সদস্য তানসেন বিভক্ত জাসদের কোন গ্রুপে রয়েছেন তা পরিষ্কার করে বলেন না। দুই পক্ষকেই বলেন তিনি তাদের লোক। এ কারণে জেলার নেতাকর্মীরা আগে থেকেই তার উপর ক্ষুদ্ধ।

এদিকে সাধারণ সভা উপলক্ষে ৯ মাস পর তিনি দলীয় কার্যলয়ে আসেন বহিরাগত ক্যাডার বাহিনী নিয়ে। এ কারণে সাধারণ নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে তার উপর চড়াও হয়।

এ বিষয়ে জানতে চাইলে সংসদ সদস্য রেজাউল করিম তানসেন বলেন, একটি পক্ষ ষড়যন্ত্র করে তার উপর চড়াও হয়েছে। তার সম্পর্কে যেসব অভিযোগ করা হচ্ছে সেগুলোও সত্য নয়।

লিমন বাসার/এএম/আরআইপি