ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

রাজাপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশিত: ০২:৪৪ পিএম, ১৯ নভেম্বর ২০১৬

ঝালকাঠির রাজাপুরে যাত্রীবাহী বাসচাপায় বাবুল হোসেন (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক ও অপর আরোহী আহত হয়েছেন।
 
শনিবার বিকেল পৌনে ৪ টার দিকে বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের উপজেলার উত্তর বাগড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির বাড়ি খুলনায় বলে জানালেও বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।

রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রের আবাসিক মেডিকেল অফিসার আবুল খায়ের রাসেল নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।  

পুলিশ জানায়, বরিশাল থেকে ছেড়ে আসা খুলনাগামী মা-মনি পরিবহন ঝালকাঠিগামী ওই মোটরসাইকেলকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে বাসটিও সড়কের পাশে পড়ে যায়। পরে পুলিশ ঘাতক বাসটি আটক করলেও চালক পালিয়ে গেছে।

মোঃ আতিকুর রহমান/এএম/আরআইপি