ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ফরিদপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

প্রকাশিত: ০৮:১৩ এএম, ২০ নভেম্বর ২০১৬

ফরিদপুরে ট্রেনের ধাক্কায় হৃদয় হোসেন নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার সকাল সোয়া ৯টার দিকে ফরিদপুর শহরের অম্বিকাপুর রেলগেটসংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।

নিহতের বাড়ি পার্শ্ববর্তী শোভারামপুর গ্রামে।

ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক শামীম হোসেন প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, রাজবাড়ী-ফরিদপুর ট্রেনলাইনের অম্বিকাপুর নামক স্থানে রজব আলী নামের এক মানসিক প্রতিবন্ধীকে সরিয়ে দিতে যায় হৃদয়। এ সময় রাজবাড়ী থেকে ফরিদপুরের উদ্দেশে ছেড়ে আসা ট্রেন হৃদয়কে ধাক্কা দেয়। এতে হৃদয়ের মাথায় আঘাত লাগলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

রেলওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে তিনি জানান।

এস. এম. তরুণ/আরএআর/এনএইচ/আরআইপি