ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

লাইনচ্যুত ট্রেনের উদ্ধার কাজ শুরু : স্টেশন মাস্টার বরখাস্ত

প্রকাশিত: ০১:৫১ পিএম, ২০ নভেম্বর ২০১৬

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড়ে মালবাহী ট্রেনের লাইনচ্যুত ইঞ্জিন ও বগির উদ্ধার কাজ শুরু হয়েছে। এ ঘটনায় সয়দাবাদ রেলওয়ে স্টেশন মাস্টার আব্দুল গফুরকে বরখাস্ত করা হয়েছে।

রোববার সন্ধ্যা সোয়া ৫টার দিকে ঈশ্বদরী থেকে রিলিফ ট্রেন আসার পর উদ্ধার কাজ শুরু হয়। সেই সঙ্গে ঘটনা তদন্তে চার সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শনে আসা পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক খায়রুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ট্রেন উদ্ধার কাজ শুরু করা হয়েছে। রাত ১২টা নাগাদ লাইন সচল হতে পারে। তিনি আরো বলেন, দায়িত্বে অবহেলা ও গাফিলতির কারণে স্টেশন মাস্টার আব্দুল গফুরকে চাকরিচ্যুত করা হয়েছে।

Sirajgonj

এছাড়া ঘটনার তদন্তে পশ্চিমাঞ্চল রেলওয়ের পরিবহন কর্মকর্তা শওকত জামিল মহসীকে প্রধান করে চার সদস্যবিশিষ্ট কমিটি গঠন করে ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন ডিভিশনাল মেকানিকাল ইঞ্জিনিয়ার এবিএম কামরুজ্জামান, ডিভিশনাল সিগন্যাল অ্যান্ড টেলিকম ইঞ্জিনিয়ার আবু হেনা মোস্তফা আলম ও বিভাগীয় প্রকৌশলী-২ আসাদুল হক।

এর আগে রোববার বেলঅ ১১টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড়ে ইকোপার্ক এলাকায় পার্বতীপুর থেকে ঢাকাগামী ওই মালবাহী ট্রেনের ইঞ্জিনসহ ৬টি বগি লাইনচ্যুত হয়।

ইউসুফ দেওয়ান রাজু/এএম/পিআর