ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মা-ছেলে হত্যায় দুইজনের ফাঁসি

প্রকাশিত: ০২:৫৭ পিএম, ২০ নভেম্বর ২০১৬

নোয়াখালীতে স্ত্রী-সন্তান খুনের দায়ে এক ব্যক্তি ও তার বন্ধুকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের রায় দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে অর্থদণ্ডাদেশ দেয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- মোর্শেদ আলম (৩৭) ও তার বন্ধু রুবেল (২৯)। রোববার বিকেলে নোয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রেজা তারিক আহমদ এ দণ্ডাদেশ দেন। এ সময় আসামি রুবেল আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে মোর্শেদ আলম লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার মুক্তারামপুর গ্রামের আবুল কালামের ছেলে। তিনি নিহত রুমা আক্তারের স্বামী এবং আপনের (৩) বাবা। অপর দণ্ডপ্রাপ্ত রুবেল একই গ্রামের শুক্কুর মিয়ার ছেলে।

মামলার বিবরণী থেকে জানা যায়, বিগত ২০০৯ সালের ২৫ আগস্ট নোয়াখালীর গুডহিল হাসপাতালের (প্রাইভেট) একটি কেবিনে স্ত্রী রুমা আক্তার ও তিন বছরের ছেলে আপনকে হত্যা করে মোর্শেদ আলম।

এ সময় তাকে সহযোগিতা করে তার বন্ধু রুবেল। দুইজনকে হত্যার পর তারা পালিয়ে যায়। এ ঘটনায় ওদিন হাসপাতালের মালিক ডা. আবদুল হাই সুধারাম মডেল থানায় একটি হত্যা মামলা করেন।

মামলা দায়েরের পর পুলিশ দুজন আসামিকে গ্রেফতার করলেও মোর্শেদ পুলিশি হেফাজত থেকে পালিয়ে যায়। তবে গ্রেফতারের পর থেকে রুবেল কারাগারে রয়েছেন।

পুলিশ সূত্র জানায়, তদন্ত শেষে হত্যাকাণ্ডের সঙ্গে মোর্শেদ ও রুবেলর সম্পৃক্ততার কথা উল্লেখ করে একই বছরের অক্টোবর মাসের ১০ তারিখ আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। আদালত আসামি পুলিশ ও সাক্ষীদের পরীক্ষা নিরীক্ষা শেষে রোববার এ দণ্ডাদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে নেন এটিএম মহিব উল্যাহ এবং আসামিপক্ষে অংশ নেন বেলায়েত হোসেন জসিম।

মিজানুর রহমান/এএম/পিআর