সুন্দরবনে র্যাব-বনদস্যু বন্দুকযুদ্ধে অস্ত্রসহ আটক ২
পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে শ্যামনগরের কলাগাছিয়া পশুর নদীতে র্যাব-বনদস্যুর মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এসময় বনদস্যু জোনাব বাহিনীর দুই বনদস্যুকে আটক করেছে র্যাব।
সোমবার ভোররাতে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে পাঁচটি আগ্নেয়াস্ত্র ও ১৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। আটক দুই বনদস্যুকে শ্যামনগর থানায় হস্তান্তর করেছে র্যাব-৮।
আটক দস্যুরা হলেন, শ্যামনগরের কালিঞ্চি এলাকার আব্দুর রহিম (৩২) ও পাইকগাছা এলাকার অজিয়ার রহমান (৩২)।
শ্যামনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জাগো নিউজকে জানান, র্যাব-৮ এর সদস্যরা দুই বনদস্যুকে থানায় হস্তান্তর করেছে। তাদের কাছ থেকে তিনটি একনলা বন্দুক, দুইটি শার্টার গান ও ১৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। আটকেদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
আকরামুল ইসলাম/এফএ/এমএস