সখীপুরে ১৪৪ ধারা জারি
টাঙ্গাইলের সখীপুরে উপজেলা ও পৌর বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
পৌর এলাকায় আজ সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ ধারা বলবৎ থাকবে বলে জানিয়েছে প্রশাসন।
সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম রফিকুল ইসলাম বলেন, বিএনপির দুই পক্ষ উপজেলা মিলনায়তনে একই সময় সম্মেলনের আহ্বান করায় সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে। তাই সংঘর্ষ এড়াতে পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
সখীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম জানান, যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এর পাশাপাশি উপজেলার পৌর শহরের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশি টহল জোরদার করা হয়েছে।
প্রসঙ্গত, দীর্ঘ ছয় বছর পর আজ সোমবার সখীপুর উপজেলা ও পৌর বিএনপির সম্মেলন হওয়ার কথা ছিল। সম্মেলনকে ঘিরে দুই দিন ধরে উপজেলা বিএনপির দুটি গ্রুপের মারমুখী অবস্থানের সৃষ্টি হয়েছে।
আরিফ উর রহমান টগর/এফএ/এএনইচ/আরআইপি