জয়পুরহাটে বাস ও ট্রাকে আগুন
২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ-হরতাল চলাকালে জয়পুরহাটের মাটিরঘর এলাকায় ঢাকাগামী যাত্রীবাহী শ্যামলী পরিবহন ও কলা বোঝাই ১টি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার দুপুর ১টার সময় জয়পুরহাট-বগুড়া সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শ্যামলী পরিবহনের সুপারভাইজার আবু রায়হানসহ তিনজন যাত্রী আহত হয়েছেন বলে দাবি করেছেন জয়পুরহাট মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, জয়পুরহাট থেকে ঢাকাগামী বাস ও ট্রাক মাটিরঘর এলাকায় পৌঁছালে ৮/১০ জন দুর্বৃত্ত গাড়ি দুটির গতিরোধ করে যাত্রীদের নামিয়ে বাসে ও ট্রাকে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে খবর পেয়ে জয়পুরহাট ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিভিয়ে ফেলে। জয়পুরহাট জেলার অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।
এমএএস/পিআর