ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

‘নাসিরনগরে হামলা অসাম্প্রদায়িক চেতনায় আঘাত’

প্রকাশিত: ০১:৪১ পিএম, ২১ নভেম্বর ২০১৬

‘দুষ্কৃতকারীরা নাসিরনগরের হিন্দুপল্লীতে হামলা চালিয়ে অসাম্প্রদায়িক চেতনায় আঘাত করেছে। তবে ইতোমধ্যে নাসিরনগরে শান্তিপূর্ণ পরিবেশ ফিরে আসতে শুরু করেছে। সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে সব সম্প্রদায়ের মানুষের মধ্যে পূর্বের সাম্প্রদায়িক সম্প্রীতি ফিরিয়ে আনতে হবে।’

ব্রাহ্মণাবড়িয়ার নাসিরনগরে হিন্দুপল্লীতে হামলার ঘটনায় সোমবার বিকেলে সরাইলে সব সম্প্রদায়ের মানুষকে নিয়ে আয়োজিত সম্প্রীতি সমাবেশ বক্তারা এসব কথা বলেন।

সরাইল থানা পুলিশের উদ্যোগে থানা প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করা হয়।

সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক কুমার সাহার সভাপতিত্বে সম্প্রীতি সমাবেশে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা, জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন, সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাহিদা হাবীবাহ, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান প্রমুখ।

আজিজুল সঞ্চয়/আরএআর/পিআর