ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

দামুড়হুদা জামায়াতের সাবেক আমীর গ্রেফতার

প্রকাশিত: ১২:০৭ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৫

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা জামায়াতের সাবেক আমীর ও রাষ্ট্রদ্রোহী মামলার পলাতক আসামি মাও. আব্দুস সাত্তারকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার রাত সাড়ে ৯টার দিকে বাড়ির অদূরে ব্রিজ রোড থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি দামুড়হুদা মাদরাসা পাড়ার মৃত. হুরমত আলীর ছেলে।

দামুড়হুদা মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান জানান, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা হল্ট রেল স্টেশনে গত ২০১৩ সালের ১০ অক্টোম্বর বিক্ষোভ মিছিল করার সময় জামায়াত শিবিরের সাথে পুলিশের সংঘর্ষ হয়। এ ঘটনায় গুলিতে রফিকুল ইসলাম নামে এক শিবিরকর্মী নিহত হয়। এ মামলার এজাহার নামীয় ৩১ নাম্বার এবং রাষ্ট্রপতির অনুমোদন সাপেক্ষে গত ১৭ সেপ্টেম্বর ২০১৪ তারিখে থানায় দায়েরকৃত রাষ্ট্রদ্রোহী মামলার এজাহার নামীয় ৮ নাম্বার আসামি তিনি। এই মামলা দু’টি দায়েরের পর থেকেই তিনি পলাতক ছিলেন।

সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কবীর দামুড়হুদা ব্রিজ রোডের একটি চায়ের দোকানের সামনে থেকে সাত্তার মাওলানাকে গ্রেফতার করেন। মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হয়।

এমএএস/পিআর