ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

অস্ত্র কারখানায় আটক রেজাউলের রিমান্ড আবেদন

প্রকাশিত: ১২:১৪ পিএম, ২২ নভেম্বর ২০১৬

পাবনায় অবৈধ আগ্নেয়াস্ত্র তৈরি কারখানার মালিক রেজাউল করিমকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। আদালত আগামী রোববার এ বিষয়ে আদেশ দেবেন।

মঙ্গলবার বিকেলে রেজাউলকে পাবনার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রেজাউল করিমের আদালতে হাজির করে এ রিমান্ডের আবেন করে ডিবি পুলিশ।  

পাবনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন।

পাবনার পুলিশ সুপার জিহাদুল কবির জানান, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে রেজাউল করিম অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। গত ২ বছরে তার কারখানায় তৈরি করা ৩শ টি আগ্নেয়াস্ত্র বিক্রি হয়েছে। এসব অস্ত্রের অধিকাংশই তার ২ জন ঘনিষ্ঠ ব্যক্তির মাধ্যমে বিক্রি করা হতো।

তিনি জানান, গত ২ বছর ধরে তিনি ওই অস্ত্র তৈরি করে আসছিলেন। একাজে রেজাউলের একজন ওস্তাদ আছেন, যার মাধ্যমে তিনি ওই প্রযুক্তি রপ্ত করেন। ওই ওস্তাদ এখন বিদেশে রয়েছেন।

এসপি বলেন, তদন্তের স্বার্থে ওস্তাদ এবং ২ বিশেষ ব্যক্তির নাম পরিচয় এখনই বলা যাচ্ছে না। আরো তথ্য এবং পুরো রহস্য উদঘাটন করতে আদালতের মাধ্যমে রেজাউলকে রিমান্ডে নেয়া হবে। রিমান্ডে নিয়ে এর সঙ্গে আরো কারা জড়িত বা কাদের কাছে সে অস্ত্র বিক্রি করতো সে বিষয়ে জানার চেষ্টা করা হবে।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার সিদ্দিকুর রহমান জানান, পুলিশ রেজাউলের কথিত ওস্তাদ এবং যাদের মাধ্যমে সে অস্ত্র বিক্রি করেছে তাদের খোঁজা হচ্ছে। পুলিশের একাধিক টিম এ বিষয়ে কাজ করছে।

প্রসঙ্গত, সোমবার দুপুরে পাবনার ডিবি পুলিশ পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের গাফুরিয়াবাদ গ্রাম থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র তৈরি কারখানার সন্ধান পায়। ওই অস্ত্র কারখানায় তৈরি করা দুটি রিভলবারসহ ফিনিশিং ও লেদ মেশিন এবং অর্ধশত রিভলবার তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

এসময় কারখানা মালিক রেজাউল করিমকে (৩৮) আটক করা হয়। রেজাউল করিম পেশায় একজন লেদ মেকার।

একে জামান/এফএ/এমএস

আরও পড়ুন