নাসিরনগরে হামলা : স্থল, নৌ ও বিমানবন্দরে সতর্কতা বাড়াতে চিঠি
ফাইল ছবি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুপল্লীতে হামলার ঘটনায় জড়িত আসামিরা যেন দেশ ছেড়ে পালাতে না পারে সেজন্য ব্যবস্থা নিচ্ছে জেলা পুলিশ। দেশের সব স্থল, বিমান ও নৌ-বন্দর কর্তৃপক্ষকে সতর্ক করতে ব্রাহ্মণবাড়িয়া পুলিশের বিশেষ শাখা (ডিএসবি) থেকে ঢাকা এসবি অফিসে চিঠি দেয়া হয়েছে।
বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের একাধিক কর্মকর্তা বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন জাগো নিউজকে বলেন, নাসিরনগরের হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামিরা যেন পালাতে না পারে সেজন্য মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা বিশেষ শাখা (ডিএসবি) থেকে ঢাকার এসবিতে দেশের সব বিমানবন্দর, স্থলবন্দর ও নৌ-বন্দরে সতর্কতা জারি করতে চিঠি ইস্যু করেছে।
এদিকে, নাসিরনগরে হামলায় জড়িত কেউ যেন পালাতে না পারে সেজন্য আখাউড়া-আগরতলা সীমান্তেও সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার সকাল থেকেই সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে ১২ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা।
১২-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. শাহ আলী বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, পুলিশের পক্ষ থেকে আমাদের কাছে একটি তালিকা দেয়া হয়েছে। সে অনুযায়ী কেউ যেন পালাতে না পারে এবং অপরিচিত কেউ যেন সীমান্ত অতিক্রম করতে না পারে সেজন্য আমরা সীমান্তে বাড়তি সতর্কতা অবলম্বন করেছি।
উল্লেখ্য, গত ২৯ অক্টোবর ফেসবুকে পবিত্র কাবা শরিফ নিয়ে ব্যঙ্গচিত্র করে পোস্ট দেয়ার অভিযোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মামলায় গ্রেফতার হওয়া নাসিরনগরের হরিপুর ইউনিয়নের হরিণবেড় গ্রামের জগন্নাথ দাসের ছেলে রসরাজ (৩০) দাসের ফাঁসির দাবিতে উত্তাল হয়ে ওঠে নাসিরনগর।
পরদিন (৩০ অক্টোবর) মাইকিং করে সমাবেশ ডাকে দুইটি ইসলামী সংগঠন। সমাবেশ শেষ হওয়ার পরপরই দুষ্কৃতিকারীরা নাসিরনগর উপজেলা সদরে তাণ্ডব চালায়। এসময় দুষ্কৃতিকারীরা উপজেলার অন্তত ১০টি মন্দির ও শতাধিক ঘর-বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে।
এরপর ৪ নভেম্বর ভোরে ও ১৩ নভেম্বর ভোরে দুষ্কৃতিকারীরা আবারো উপজেলা সদরে হিন্দু সম্প্রদায়ের অন্তত ৬টি ঘর-বাড়িতে অগ্নিসংযোগ করে। এসব ঘটনায় নাসিরনগর থানায় পৃথক সাতটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় এখন পর্যন্ত ভিডিও ফুটেজ দেখে ৮৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
আজিজুল সঞ্চয়/এআরএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ অন্যের জমিতে নির্বাচনি অফিস, দাঁড়িপাল্লার প্রার্থীকে শোকজ
- ২ বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী দোলা
- ৩ এক স্বৈরাচারকে সরিয়ে নতুন স্বৈরাচারকে বসানোর জন্য গণঅভ্যুত্থান করিনি
- ৪ শেরপুরে নিহত জামায়াত নেতা রেজাউল করিমের দাফন সম্পন্ন
- ৫ ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন