ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বিদেশি পিস্তল গুলি ম্যাগাজিনসহ আটক ১

প্রকাশিত: ১২:৩৭ পিএম, ২৩ নভেম্বর ২০১৬

নওগাঁর নিয়ামতপুরে বিদেশি পিস্তল ১টি ম্যাগজিন ও ৫ রাউন্ড গুলিসহ আতাউর রহমান (২১) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

বুধবার দুপুরে উপজেলার মাস্তানের মোড় থেকে তাকে আটক করা হয়। আতাউর রহমান জেলার মান্দা উপজেলার কালিকাপুর গ্রামের সাইফুদ্দিনের ছেলে।

সহকারী পুলিশ সুপার (মান্দা সার্কেল) আব্দুর রাজ্জাক জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে জেলার পোরশা-সাপাহারের ভারতীয় সিমান্ত দিয়ে বাংলাদেশের ভেতরে অস্ত্র নিয়ে আসছেন। এমন তথ্যের ভিত্তিতে নিয়ামতপুর উপজেলার মাস্তানের মোড় অবস্থান নেয়া হয়।

সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সেখানকার একটি চায়ের দোকান থেকে আতাউর রহমান আটক করা হয়। তারপর তার শরীরে তল­াশ্লি চালিয়ে আমেরিকার তৈরি একটি পিস্তল এবং পাঁচ রাউন্ড তাজাগুলি ভর্তি একটি তাজা ম্যাগজিন উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে নিয়ামতপুর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

সহকারী পুলিশ সুপার (মান্দা সার্কেল) আব্দুর রাজ্জাক আরো জানান, আতাউর রহমান প্রায় বছর দুয়েক থেকে এই অস্ত্র ব্যবসায়ীর সাথে জড়িত বলে পুলিশকে জানিয়েছে। তার বিরুদ্ধে অন্য কোন থানায় মামলা আছে কিনা তা ক্ষতিয়ে দেখা হচ্ছে।

আব্বাস আলী/এএম/আরআইপি