ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সুন্দরবন রক্ষায় দিনাজপুরে সাইকেল র‌্যালি

প্রকাশিত: ০২:০৫ পিএম, ২৩ নভেম্বর ২০১৬

‌‘জাগো জনগণ রক্ষা কর সুন্দরবন’ স্লোগান নিয়ে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট দিনাজপুর জেলা শাখার উদ্যোগে জনসচেতনতামূলক সাইকেল র‌্যালি কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার সকাল ১১টার দিকে দিনাজপুর প্রেসক্লাবের সামনে থেকে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট দিনাজপুর জেলা শাখার উদ্যোগে রামপাল বিদুৎ প্রকল্প বাতিলের দাবিতে এ সাইকেল র‌্যালি কর্মসূচি পালন করা হয়।

এ সময় বিভিন্ন স্লোগান ব্যানার ফেস্টুনসহ র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে।

এএসএম মনিরুজ্জামানের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন তেল গ্যাস বিদুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক মো. আলতাফ হোসাইন, দিনাজপুরের জেলা সমন্বয়ক মো. রেজাউল ইসলাম সবুজ, বাসদ (মাহাবুব) কেন্দ্রীয় ভারপ্রাপ্ত আহ্বায়ক সন্তোষ গুপ্ত।

বক্তারা বলেন, দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে সরকার বিদেশি স্বার্থ রক্ষায় রামপাল বিদুৎ কেন্দ্র স্থাপনের প্রচেষ্টা চালাচ্ছে। দেশের জনগণ কোনভাবেই সুন্দরবন ধ্বংসের চক্রান্ত বাস্তবায়ন করতে দেবে না।

এমদাদুল হক মিলন/এএম/আরআইপি