ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ভুয়া মুক্তিযোদ্ধার বিরুদ্ধে ভাতা গ্রহণের অভিযোগ

প্রকাশিত: ০২:২৭ পিএম, ২৩ নভেম্বর ২০১৬

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় দুই ভুয়া মুক্তিযোদ্ধার নামে ভাতা উত্তোলনের অভিযোগ উঠেছে। এ বিষয়ে প্রতিকার চেয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর কাছে লিখিত অভিযোগ করেছেন স্থানীয় মুক্তিযোদ্ধা নূর হোসেন সিদ্দিকী।

অভিযোগ থেকে জানা যায়, ঘাটাইল উপজেলার দত্তগ্রাম প্রকাশ বেংরোয়া গ্রামের মৃত সামস উদ্দিন মিয়ার ছেলে মনিরুজ্জামান মিয়া (গেজেট নং-০১১৮০৪৮১৩৩) এবং একই গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে সহিদুজ্জামান মিয়া (গেজেট নং- ৫৭০৬) মহান মুক্তিযুদ্ধ অংশ গ্রহণ করেন নাই।

ইতোপূর্বে তারা কখনো মুক্তিযোদ্ধা ছিলেন না। ভুয়া মুক্তিযোদ্ধাসনদ গ্রহণ করে তারা নিয়মিত সরকারের মাসিক ভাতা উত্তোলন করছে। এরই প্রেক্ষিতে একই গ্রামের মৃত আবুল হোসেন সিদ্দিকীর ছেলে নূর হোসেন সিদ্দিকী (লাল মুক্তিবার্তা নং-০১১৮০৪০১২২, ভারতীয় গেজেট নং-৮৬১২, বাংলাদেশ গেজেট নং-৫১০২ এবং জাতীয় তালিকা নং-২৯৯) এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।

এ প্রসঙ্গে ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল কাশেম শাহীন জানান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মহোদয়ের নির্দেশনা মোতাবেক ওই দুজনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।

আরিফ উর রহমান টগর/এএম/আরআইপি