ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বড় ভাইকে কুপিয়ে হত্যা করলো তিন ভাই

প্রকাশিত: ০৩:১৯ পিএম, ২৩ নভেম্বর ২০১৬

পারিবারিক বিরোধের জের ধরে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বড় ভাই লিটন মিয়াকে কুপিয়ে হত্যা করেছে তিন ভাই। বুধবার বিকেলে উপজেলার সুখিয়া ইউনিয়নের খলিসখালী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত লিটন মিয়া (৫০) ওই গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে। তিনি পেশায় বাসচালক।

পাকুন্দিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত তিনদিন আগে লিটনের ছোট ভাই বকুল, খোকন ও নজরুল মিলে দুই হাজার টাকায় তাদের একটি গাছ বিক্রি করে।

দুপুরের দিকে গাছ বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে বড় ভাই লিটনের সঙ্গে বাকিদের বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তিন ভাই মিলে বড় ভাই লিটনকে কুপিয়ে গুরুতর আহত করে।

পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে কিশোরগঞ্জ জেলা হাসপাতালে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়।

ঘটনার পর থেকে পালিয়েছে নিহতের ছোট তিন ভাই। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেলা হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

নূর মোহাম্মদ/এআরএ/আরআইপি