মিয়ানমারে মুসলিম গণহত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ
প্রতিবেশী দেশ মিয়ানমারের আরাকান রাজ্যে সেনাবাহিনী ও বৌদ্ধ ভিক্ষু কর্তৃক মুসলিম গণহত্যা, হামলা, নির্যাতন এবং দেশ ত্যাগে বাধ্য করার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে মাদরাসা ছাত্র-শিক্ষকেরা।
বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের উদ্যোগে শহরের লোকনাথ দিঘির মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। এতে জেলার সব কওমি মাদরাসার সহস্রাধিক ছাত্র-শিক্ষক অংশ নেন।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কাউতলি বাসস্ট্যান্ডের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
শহরের জামিয়া সিরাজীয়া দারুল উলুম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মনিরুজ্জামান সিরাজীর সভাপতিত্বে সামবেশে বক্তব্য দেন মুফতি মোবারকুল্লাহ্, মাওলানা সাজিদুর রহমান, মাওলানা নোমান হাবীবি, মাওলানা আব্দুর রহিম কাসেমী প্রমুখ।
সমাবেশে বক্তারা মিয়ানমারে মুসলমানদের গণহত্যার তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, মিয়ানমারে নির্যাতনের শিকার মুসলমানদের বাঁচাতে অবিলম্বে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সীমান্ত খুলে দিতে হবে। পাশাপাশি মুসলিম গণহত্যা বন্ধে বাংলাদেশ সরকারকে আন্তর্জাতিকভাবে আলোচনা করার দাবি জানান বক্তারা।
আজিজুল সঞ্চয়/আরএআর/এনএইচ/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ অন্যের জমিতে নির্বাচনি অফিস, দাঁড়িপাল্লার প্রার্থীকে শোকজ
- ২ বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী দোলা
- ৩ এক স্বৈরাচারকে সরিয়ে নতুন স্বৈরাচারকে বসানোর জন্য গণঅভ্যুত্থান করিনি
- ৪ শেরপুরে নিহত জামায়াত নেতা রেজাউল করিমের দাফন সম্পন্ন
- ৫ ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন