ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

অষ্টগ্রামে ২৫টি বাড়ি আগুনে পুড়ে গেছে

প্রকাশিত: ০৩:২৬ পিএম, ২৪ নভেম্বর ২০১৬

কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে আগুনে পুড়ে গেছে ২৫টি বসত-বাড়ি। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কলমা ইউনিয়নের কাকুরিয়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে কাকুরিয়া গ্রামের যতীন্দ্র দাসের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। কিছুক্ষণের মধ্যেই আশেপাশের বসত-বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে।

আশেপাশের ৫টি গ্রামের লোকজন ঘণ্টাব্যাপী পাশ্ববর্তী খাল থেকে পানি এনে ও শ্যালো ইঞ্জিন চালিত মেশিন দিয়ে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই কাকুরিয়া গ্রামের প্রায় ২৫টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

ক্ষতিগ্রস্ত বসত-বাড়ির মালিকরা হলেন, রুনু কৃষ্ণ দাস, রামকৃষ্ণ দাস, চন্দ দাস, দুর্জুধন দাস, হরি দাস, কৃষ্ণধন দাস, গৌরী লাল দাস, বনবিহারী দাস, চন্দ্রধর দাস, রবীন্দ্র দাস, কৃষ্ণপদ দাস, লক্ষিণধর দাস ও লক্ষণ দাস।

কলমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাধাকৃষ্ণ দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অগ্নিকাণ্ডে বসত-বাড়ি, ধান, টাকা-পয়সা সবকিছু পুড়ে গেছে। এতে ৩০-৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন এলাকার মানুষ।

নুর মোহাম্মদ/এমএএস/পিআর