ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ভাঙ্গায় ১৪৪ ধারা জারি

প্রকাশিত: ০৪:০১ পিএম, ২৪ নভেম্বর ২০১৬

ফরিদপুরের ভাঙ্গায় একই স্থানে সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন ও উপজেলা ছাত্রলীগ-যুবলীগ সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

এ ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় ভাঙ্গা বিশ্ব রোডে আওয়ামী লীগের নেতা-কর্মীরা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. হাসান হাবিব সমাবেশ স্থল মুনসুরাবাদ হাইস্কুল মাঠ এলাকায় ১৪৪ ধারা জারি করে।

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন শুক্রবার বিকালে হামেরদী ইউনিয়নের ভীমেরকান্দা ব্রিজ উদ্বোধন ও মুনসুরাবাদ হাইস্কুল মাঠে জনসভার আয়োজন করে। ওই সময় একই স্থানে উপজেলা ছাত্রলীগ-যুবলীগ কর্মী সমাবেশ আহ্বান করে।

নিক্সন চৌধুরীর মঞ্চস্থলে বৃহস্পতিবার ছাত্রলীগ-যুবলীগ মঞ্চ করতে গেলে পরিস্থিতি উত্ত্যপ্ত হয়। বিকেল হতে পৌর সদরসহ এলাকা জুড়ে উত্তেজনা বিরাজ করে।

এ ব্যাপারে সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরী বলেন, আমার যেকোন অনুষ্ঠানে বাধা দেয়ায় কাজী জাফরউল্লাহর লোকজনের কাজ। আমি প্রশাসনের সিদ্ধান্তকে শ্রদ্ধা জানিয়ে এলাকার উন্নয়নে প্রশাসন ও জনগনকে সঙ্গে নিয়ে কাজ করে যাব। আমার কাছে যত বাধা আসবে আমি জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করবো।

অপরদিকে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখ শাহিন ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল আলম সোহাগ জানান, হামেরদী ইউনিয়নে শুক্রবার বিকেলে মুনসুরাবাদ হাইস্কুল মাঠে কাজী জাফরউল­াহ পুনরায় প্রেসিডিয়াম সদস্য হওয়ায় তাকে হামেরদী ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে সংবর্ধনা ও ছাত্রলীগ-যুবলীগের পরিচিতিমূলক কর্মী সভা ছিল। প্রশাসন আমাদের কর্মসূচি পালন করতে না দিয়ে সমাবেশস্থলে ১৪৪ ধারা জারি করেছে।

এরই প্রতিবাদে উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী হেদায়েদ উল্লাহ সাকলাইন, সাধারণ সম্পাদক ফাইজুর রহমানের নেতৃত্বে একটি মিছিল শহর প্রদক্ষিণ করে।

ভাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। জেলা সদর থেকে অতিরিক্ত পুলিশ এনে বিশ্বরোড মোড়ে মোতায়েন করা হয়েছে।

এস.এম. তরুন/এএম