ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

এবার আখাউড়ায় হিন্দু বাড়িতে আগুন

প্রকাশিত: ০৬:০৮ এএম, ২৬ নভেম্বর ২০১৬

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা সদরের পর এবার আখাউড়ায় এক হিন্দু বাড়িতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার মধ্যরাতে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের নয়ামুড়া গ্রামের নীপেন্দ্র ভৌমিকের বাড়িতে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ হতাহত না হলেও ঘরের জিনিসপত্র পুড়ে গেছে।

মনিয়ন্দ ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) মো. রেজাউল ইসলাম ভূইয়া জাগো নিউজকে জানান, শুক্রবার রাত আড়াইটার দিকে কে বা কারা নয়ামুড়া গ্রামের নীপেন্দ্র ভৌমিকের বাড়ির একটি ঘরে অগ্নিসংযোগ করে। এতে ওই ঘরে থাকা মুদি দোকানের মালামাল ও গৃহস্থলীর কাজে ব্যবহৃত জিনিসপত্র পুড়ে যায়।

তিনি আরো জানান, নীপেন্দ্র তার স্ত্রীকে নিয়ে পুড়ে যাওয়া ঘরের পাশের একটি ঘরে ঘুমিয়ে ছিলেন। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

এদিকে, অগ্নিসংযোগের খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামছুজ্জামান ও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন তরফদার।

আখাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন তরফদার অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, দুর্বৃত্তরাই যে অগ্নিসংযোগ করেছে সেটি এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে-কোনোভাবে ওই ঘরে আগুন লেগেছে। তবে পুরো বিষয়টি তদন্ত করা হচ্ছে।

উল্লেখ্য, পবিত্র কাবা শরীফকে অবমাননা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে পোস্ট দেয়ার ঘটনাকে কেন্দ্র করে দুষ্কৃতিকারীরা গত ৩০ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা সদরে হিন্দু সম্প্রদায়ের মন্দির ও ঘর-বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট চালায়।

পরবর্তীতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্বেও গত ৪ নভেম্বর ভোরে উপজেলা সদরে হিন্দু সম্প্রদায়ের ৫টি ও ১৩ নভেম্বর ভোরে একটি বাড়িতে অগ্নিসংযোগ করে দুষ্কৃতিকারীরা।

আজিজুল সঞ্চয়/এআরএ/এমএস