ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ঝিনাইদহে মুক্তিযোদ্ধাকে মারধরের ঘটনায় আরেকজন গ্রেফতার

প্রকাশিত: ০৬:৫৯ এএম, ২৬ নভেম্বর ২০১৬

ঝিনাইদহের কালীগঞ্জে মুক্তিযোদ্ধা অসিত কুমার সাহা ও তার ছেলেকে মারধরের ঘটনায় দায়ের করা মামলায় দিপংকর নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার বেখুলি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার বিকেলে উপজেলার বেথুলী গ্রামের মুক্তিযোদ্ধা অসিত কুমার সাহা ও তার ছেলেকে পিটিয়ে গুরুতর আহত করে একই গ্রামের দুই বখাটে দিপংকর ও রাজা।

ওইদিন রাতে তাদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে অসিত কুমার সাহা বাদী হয়ে দুই জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর শুক্রবার মামলার ১নম্বর আসামি রাজাকে এবং শনিবার সকালে দিপংকরকে গ্রেফতার করে পুলিশ।

আহমেদ নাসিম আনসারী/এআরএ/এমএস